এমরান হাসান

এমরান হাসান

জন্ম ১৩ নভেম্বর ১৯৮৭, টাঙ্গাইল। প্রাতিষ্ঠানিক শিক্ষা বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশাগত জীবনে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমান বাংলাদেশে কবিতার ছদ্মবেশে যারা নির্মাণ করে যাচ্ছেন চিন্তা আর বিমূর্ত বোধের সুনিপুণ ভাস্কর্য, এমরান হাসান তাদের একজন। কবিতা মানেই সহজ, সাবলীল কোন অনুভূতি নয় বরং কবিতা সহস্র অণুরননকে মাড়িয়ে সৃষ্টি হওয়া অপরিচিত, নিঃসঙ্গ আর্তি। প্রেম-অপ্রমের রঙচটা শাব্দিক বয়ান তার কবিতার উপজীব্য নয়। তিনি শিল্পিত বোধ-যাপনের ভেতর দিয়ে সৃষ্টি করেন এক অনার্য ঘরানার সাহসী ওঙ্কার। তার চিন্তানির্মাণকৌশল আপোষহীন, প্রথাবিরোধী। নিজস্ব ভাবনাগুলোকে অতিক্রম করে নতুন সত্যের জন্ম দেয় তার নির্মিত চিন্তা। যে কারণেই স্বভাবজাত মগজের পাঠাভ্যাস হোঁচট খেয়ে যায় তার শাব্দিক উঠোনে। জাগহিক মোহ, তৃষ্ণা আর প্রেমময় তন্দ্রাচ্ছন্নতাকে প্রশ্নবিদ্ধ করে তাঁর কবিতায়। অনশ^ও সে বোধের তৈলচিত্রের গভীর আহবান ও রূপকচৈতন্যের বিমূর্ত আলো মননশীল পাঠচিন্তাকে পৌঁছে দেয় সুপ্রাচীণ এক স্বচ্ছ সরোবরে। যেখানে মিটে যায় পিপাসার্ত চিত্তের তাবৎ তৃষ্ণা। জাগতিক বোধিসত্ত্বা যেখানে শুদ্ধ হয়, পরিমার্জিত হয় অনন্য ভাষিক দ্যোতনায়।

এমরান হাসান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon