ড. মুহাঃ নজীবুর রহমান

ড. মুহাঃ নজীবুর রহমান

ড. মুহাঃ নজীবুর রহমান ১৯৬২ সালের জুন মাসে বরিশাল জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর আব্বার নাম মরহুম ক্বারী ইসহাক কবিরাজ। আম্মার নাম জবেদা খাতুন। শৈশবে তিনি পার্শ্ববর্তী গ্রামে অবস্থিত কালনা প্রাইমারী স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষে নিকটবর্তী কাসেমাবাদ আলীয়া মাদরাসা থেকে দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। অতঃপর ১৯৮১ সালে সউদী আরবস্থ 'ইমাম মুহাম্মাদ বিন সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়' থেকে শিক্ষাবৃত্তি লাভ করে রিয়াদস্থ 'মা'হাদ তা'লিমুল লুগাহ আল-'আরবিয়া' থেকে আরবি ভাষায় ডিপ্লোমা ও মদীনা মুনাওয়ারস্থ 'মা'হাদুল আ'লী লিদ্দাওয়া আল-ইসলামিয়া' থেকে 'ইসলামিক দা'ওয়া ও সাংবাদিকতা' বিভাগে অনার্স ডিগ্রি লাভ করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক আরবি সাহিত্যে এম.এ ২য় স্থান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ এম.এ ৬ষ্ঠ স্থান অধিকার করেন। গাজীপুরস্থ দুর্বাটি আলীয়া মাদরাসা থেকে ১৯৯৮ সালে (তাফসির গ্রুপে) কামিল ডিগ্রী লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে 'ইসলামে জিহাদের বিধান' শীর্ষক শিরোনামে আরবি বিভাগের স্বনামধন্য অধ্যাপক আ.ফ.ম. আবু বকর সিদ্দীকের তত্ত্বাবধানে ডক্টরেট (পি.এইচ.ডি) ডিগ্রী লাভ করেন।

ড. মুহাঃ নজীবুর রহমান এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon