লিও ই রোজ

লিও ই রোজ

লিও ইউজিন রোজ (১৯২৬-২০০৫) ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ খৃষ্টাব্দে স্নাতক, ১৯৫৪য় স্নাতকোত্তর ও ১৯৬০-এ পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬০-এর দশকের শুরু থেকে আমৃত্যু অধ্যাপনা, গবেষণা ও রবার্ট স্ক্যালাপিনোর সঙ্গে যুগ্মভাবে এশিয়ান সার্ভে সাময়িকী সম্পাদনা করেন। তাঁর গবেষণা গ্রন্থগুলোর মধ্যে দা পলিটিকস অব নেপাল (কর্নেল ১৯৭০) নেপালের পঞ্চায়েত সরকার নিষিদ্ধ করে দেয়। কিন্তু বলা হয় রাজা মহেন্দ্র থেকে শুরু করে ইংরেজি জানা প্রত্যেক নেপালী বইটি পড়েছেন। সিকিমসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সম্বন্ধেও রোজ আগ্রহী ছিলেন। সিকিমে বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ থাকার সময়েও তাঁর সেদেশে যাতায়াতে বাধা ছিল না। আশির দশকের মাঝামাঝি বছর খানেকের জন্য সরকারি চাকরি করলেও মার্কিন সরকার তাঁকে দক্ষিণ এশিয়া বিষয়ের বিশেষজ্ঞের মর্যাদা দিত।

লিও ই রোজ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon