আবু তালেব সিদ্দিকী

আবু তালেব সিদ্দিকী

আবু তালেব সিদ্দিকী গ্রন্থকারের জন্ম ১১ সেপ্টেম্বর ১৯৪৯ সালে নওগাঁ জেলার বদলগাছীর প্রত্যন্ত এক গ্রামে। গ্রামের স্কুলেই তার হাতেখড়ি, তারপর মফস্বল শহর হয়ে রাজধানীতে আগমন। আবু তালেব সিদ্দিকী গ্রাম থেকে শহরে, উচ্চশিক্ষা এবং কর্মজীবনে রাজধানীর বুকে স্বাচ্ছন্দ্যে সাঁতার কেটেছেন সময়ের নদীতে। তিনি বেহিসেবী ছিলেন না কোন বয়সেই। তাই নম্র ও মৃদু লয়ে প্রবাহমান জীবনের ছন্দে গ্রন্থিত এই বইটি পড়লে পাঠক খুব সহজে গ্রন্থকারের মনের আকাশে বিচরণ করতে গিয়ে একজন সাধারণ মানুষকে খুঁজে পাবেন। গ্রন্থকারের স্মৃতিচারণামূলক এ গ্রন্থটি পাঠককে নিয়ে যাবে কখনও স্বপ্নরাজ্যে,আবার কখনও নোঙর করবে বাস্তবতার কঠিন সত্যান্বষণে।

আবু তালেব সিদ্দিকী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon