নাবিহা নুপুর

নাবিহা নুপুর

জন্ম বরেন্দ্রভূমিতে। নিজের সম্পর্কে তিনি বলেন, গল্প নিয়েই কারবার আমার, যা পারি সব এই গল্পেই। বই লিখে লেখক হওয়ার স্বপ্ন শৈশব থেকে কৈশোরে পা দেবার সময়। সৃষ্টিকর্তার রহমতে, নিজের তাগিদে এবং কিছু মানুষের টিপ্পনী আর পাঠকদের সহযোগিতায়, এই পর্যন্ত তিনি তিনখানা বই লিখে ফেলেছেন। জীবদ্দশায় লিখতে চান আরও বই। এখানে ভূত তাড়ানো হয়... লেখকের তৃতীয় বই।

নাবিহা নুপুর এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon