মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন

মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন

উসাইমিন ১৯২৫ সালের ৯ই মার্চ সৌদি আরবের কাসিম অঞ্চলের উনাইজা শহরে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প বয়সেই কুরআন মুখস্থ করেছিলেন। অধ্যয়নের সময় তিনি সৌদি আরবের প্রখ্যাত ওলামার তত্ত্বাবধানে হাদিস, তাফসির, ধর্মতত্ত্ব ও আরবি ভাষায় অগাধ ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং রিয়াদের শরিয়ত কলেজ, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি সৌদি সিনিয়র ইসলামিক স্কলার কমিশনের সদস্য, কাসিমের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এর একাডেমিক কাউন্সিলের সদস্য হন। ইসলামিক মতবাদের বিভিন্ন দিক নিয়ে কাজে চুক্তি করেন। তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো হল ফিকাহ সম্পর্কিত। তাঁর ১৫ খণ্ডের বই এবং কুরআনের ব্যাখ্যার উপর ১০ খণ্ডের বই রয়েছে। রমজানের সময় তিনি মক্কার পবিত্র মসজিদে শিক্ষকতাও করেছিলেন।

মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon