জোনায়েত হোসেন জিদান

জোনায়েত হোসেন জিদান

জোনায়েত হোসেন জিদান ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ী উপজেলার সন্তান। যখন তিনি তার প্রথম বইটি লিখেন তখনও তিনি একজন শিক্ষার্থী। যিনি অনার্স ৩য় বর্ষে রসায়ন বিভাগ এ নেত্রকোণা সকরারি কলেজ এ অধ্যয়নরত আছেন। তিনি পড়ালেখার পাশাপাশি পেশায় একজন দক্ষ ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা। নিজের প্যাশনকে প্রফেশনে রূপান্তর করতে এবং স্বাধীনভাবে ক্যারিয়ার বিল্ড আপ করার উদ্দেশ্যে তিনি আর দশটা মানুষের মতো চাকরি না করে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করা শুরু করেছিলেন। ফ্রিল্যান্সিং পেশায় তিনি একজন ডিজিটাল মার্কেটার এবং কনটেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছেন। এই পেশার পাশাপাশি তিনি ই-কমার্স ব্যবসা ভিত্তিক প্রিন্ট অন ডিমান্ড নামক ডিজিটাল বিসনেজের সাথে কাজ করছেন প্রায় ৫ বছরের বেশি সময় ধরে। সেখানে তিনি ই-কমার্স মডেল এর ব্যবসা পরিচালনা করেন। আর তারই ধারাবাহিকতায় তিনি তার প্রথম বইটি লিখেছেন। যেখানে তিনি তার নিজের অভিজ্ঞতা, রিসার্চকৃত তথ্যের আলোকে বইটি লিখেছেন।তিনি মনে করেন, গতানুগতিক ধারার বাহিরে গিয়েও ক্যারিয়ার গড়া যায়। যার ফলস্বরূপ তিনি এই ক্যারিয়ার বেঁছে নিয়েছেন। তিনি মনে করেন চাইলে সবাই দেশের ধারাবাহিক নিয়মের বাহিরে গিয়েও তাদের ক্যারিয়ার গড়তে পারে অনলাইন সেক্টরের মাধ্যমে।

জোনায়েত হোসেন জিদান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon