মো. মজিবুর রহমান ভূঞা

মো. মজিবুর রহমান ভূঞা

মো. মজিবুর রহমান ভূঞা ১৯৪৮ সালের ৩১শে ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হামির উদ্দিন ভূঞা এবং মাতা সফুরা বেগম। তিনি স্থানীয় বাওয়ানী হাইস্কুল, নটরডেম কলেজ এবং সর্বশেষ ঢাকা বিশ^বিদ্যালয়ে সমাজবিজ্ঞানে অধ্যয়ন করেন। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। ৬ দফা আন্দোলন, ১১ দফা আন্দোলন এবং ছাত্র আন্দোলনের পর ট্রেড ইউনিয়ন আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, মানবাধিকার আন্দোলন, শ্রমিক অধিকার আন্দোলনে তিনি সক্রীয় অংশগ্রহণ করেন। বর্তমানে মো. মজিবুর রহমান ভূঞা তিনি বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন-এর সাধারণ সম্পাদক; আইবিসি’র চেয়ারম্যান; বিলস-এর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনরত। পাশাপাশি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন ITUC ইন্ডাস্ট্রিয়ালঅল-সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তিনি গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় অনিয়মিতভাবে কলামও লিখেন।

মো. মজিবুর রহমান ভূঞা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon