মাসুদ চাকলা

মাসুদ চাকলা

মাসুদ চাকলা লেখক নাম হলেও প্রকৃত নাম মো. মাসুদুর রহমান চাকলা। পিতা মরহুম মো. মজিবুর রহমান, মাতা মোসা. আলকাজ বেগম। পৈত্রিক বাড়ি বরিশাল শহরের পশ্চিম কাউনিয়ায়। পিতার সরকারি চাকরির সুবাদে খুলনা, পটুয়াখালী ও বরগুনা জেলা স্কুলে পড়াশোনা করেছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই মো. মশিউর রহমান রেডিয়াস ইনস্পেকশন সার্ভিসেস লিমিটেড (সার্ভে কোম্পানি)-এর এমডি। ছোট ভাই বরিশাল সদর উপজেলার জনপ্রিয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু। একমাত্র বোন নাইলা শারমিন চায়না— গৃহিনী। স্ত্রী ইশরাত জাহান বেবী বরিশালের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার দুই সন্তান- নাম মো. মাশরুর রহমান ইশরাক ও কন্যা মাশরুবা রহমান ইলমী। ১৯৮৮ সালে বরগুনা জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন। ঢাকা কলেজ থেকে গ্র্যাজুয়েট এবং বরিশাল বিএম কলেজ থেকে এমএ পাস করেন। বর্তমানে তিনি রেডিয়াস ইনস্পেকশন সার্ভিসেস লিমিটেড, ঢাকাতে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। লেখালেখির পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক এক জনমে, পরিবিবি, ভিলেজ হট্টগোল, লাগ ভেলকি লাগ ইত্যাদি। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কীর্তণখোলার বাঁকে-২০২১ সালে প্রকাশিত হয়। হাসেম আলীর স্বপ্নভঙ্গ তার প্রথম প্রকাশিত উপন্যাস

মাসুদ চাকলা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon