মোহাম্মদ ইমরান স্বপন

মোহাম্মদ ইমরান স্বপন

মোহাম্মদ ইমরান স্বপন ৪ঠা জানুয়ারি ১৯৯৯ সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতৃক নিবাস কুমিল্লা জেলার, মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রাম। পিতা মোহাম্মদ আব্দুল হাকিম, মাতা মনোয়ারা বেগম। জন্মের পর থেকেই বেড়ে উঠা গ্রামে। তারপর জীবিকার তাগিদে শহরে আসা। ছোটবেলা থেকে লেখালেখি ও বই পড়ার অভ্যাস। তিনি দেশ ও সমাজের বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে কবিতা ও গল্প লিখেন। শুদ্ধ বাংলা সহজ সরল ছন্দ মাত্রায় লিখিত এ কাব্যগ্রন্থ। পেশায় গ্রাফিক্স ডিজাইনার।। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক পত্রিকাতে লেখালেখি করেন। কবিতা, গল্প, উপন্যাসসহ সাহিত্যের সকল ধাপেই রয়েছে তার বিচরণ। বই পড়া, বিজ্ঞান ও সাহিত্য চর্চা, ভ্রমনে প্রকৃতির সঙ্গে মিশে থাকা প্রধান শখ। তার প্রকাশিত কবিতা গ্রন্থ : অলসরাজ্য, আলোর অভিযাত্রী।

মোহাম্মদ ইমরান স্বপন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon