রণজিৎ সরকার

রণজিৎ সরকার

রণজিৎ সরকার জন্ম ২৯ বৈশাখ, ১২ মে ১৯৮৪, সঙ্গলাবার। বাবা নারায়ণ সরকার, মা শোভা সরকার। পিতৃভূমি সিরাজগঞ্জ উপজেলার সরাইদহ গ্রামে। দাদু, মা আর বাবার কাছ থেশে অ আ, ক খ গ, a b c d এবং ১ ২ ৩ ৪ ৫ ..... শেখা। ক্লাস নাইন থেকে ডেবিট-ক্রেডিট পড়তে পড়তে হিসাবজ্ঞিান অনার্স-মাস্টার্স। নিজের নামটা পত্রিকায় পাতায় ছাপার অক্ষরে দেখার লোভেই ছোটবেলা থেকে লেখালেখি শুরু। লেখালেখির নেশা থেকেই পেশা হিসেবে নিয়েছেন সাংবাদিকতা। একটি জাতীয় দৈনিকে সম্পাদকীয় বিভাগে কর্মরত আছে। নিয়মিত লিখছেন জাতীয় দৈনিক, সাপ্তাহিক মাসিক, ছোটকাগজ, অনলাইন। প্রথম গল্পের বই ‘স্কুল ছুটির পর’ ২০১২ সালের বইমেলায় প্রকাশ হলে ব্যাপক সাড়া পায়। প্রথম বই হিসেবে যতটুকু সাফল্য পাওয়া দরকার পেয়েছিল তার চেয়ে অনেক গুণ বেশি। সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রকাশিত বইয়ের সংখ্যা গল্প-উপন্যাস মিলিয়ে ৩৭টি।

রণজিৎ সরকার এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon