জাহানারা হক

জাহানারা হক

জাহানারা হক চিন্তা ও মননে জাহানারা হক শিল্প-সাহিত্যে প্রবল সমঝদার। প্রাত্যহিক জীবনের চলনে-বলনে তাঁর সে শিল্পীত রূপ দৃশ্যমান। তিনি ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ, ধামরাই, ঢাকা-এর সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি লাভের পর শিক্ষকতার পেশাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। কবি জাহানারা হক ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, ধামরাই বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ধামরাই সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ঢাকার ধামরাই-এ তাঁর জন্ম। সাহিত্য-সংস্কৃতির প্রতি তাঁর ঝোঁক ছিল স্কুলজীবন থেকেই। স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তিসহ নানা বিষয়ে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। শিক্ষাজীবনে বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হতো। বাবা প্রয়াত এ কে নজরুল হক সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং মাতা পেয়ারা বেগম গৃহিণী ছিলেন। জাহানারা হক এক ভাই ও তিন বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। স্বামী মো. দেলোয়ার হোসেন একজন সমাজসেবী ও স্থানীয় আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। একমাত্র কন্যা তামান্না তানজিম স্বর্ণা সম্প্রতি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। মেয়ের জামাই সাফিয়াল মুজনাবিল তন্ময়, সহকারী কমিশনার (ট্যাক্স) হিসেবে কর্মরত।

জাহানারা হক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon