লিজি আহমেদ

লিজি আহমেদ

লিজি আহমেদের জন্ম ও প্রাথমিক শিক্ষাজীবন যশোর শহরে। বাবার চাকুরী সুবাদে চট্টগ্রাম ও ঢাকায় বেড়ে ওঠা ও লেখাপড়া শেষ করা। সাহিত্যের প্রতি লিজি আহমেদের গভীর আকর্ষণ ও ভালোবাসা ছেলেবেলা থেকেই। ভালোবাসেন বই পড়তে, গান শুনতে ও গান গাইতে। পছন্দ করেন আবৃত্তি শুনতে ও আবৃত্তি করতে। কখনও নিজের লেখা কবিতা কখনও বা অন্য কোনো প্রিয় কবির পছন্দের কবিতা। তিনি ছোটদেরকে গল্প বলে শোনাতেও খুব ভালোবাসেন। 'কবিতার খাতায় কবি চিরকালই একা' তবু হৃলয়ের ভার কেবল কবিতা ও গানের ভেতর দিয়েই নামানো সম্ভব। লেবার ভাবনা তাকে আলোড়িত করে বলেই এ জগতে আসা, লেখক বা কবি হওয়ার বাসনা থেকে নয়। লিজি আহমেদ সাহিত্য বা সঙ্গীতচর্চা কোনোটাতেই পেশাগত না। নিজের ভালোলাগা থেকেই নিয়ে বসেন লেখার খাতা নিয়ে বা কন্ঠে তুলে নেন পান বা কবিতা। তার চারদিকের জগত ও জীবন থেকে নেয়া অভিজ্ঞতা যেখানে আছে প্রকৃতি, নিসর্গ, প্রেম, দুঃখ, সুখ, অভিমান, বিরহ এসবই তার কবিতার অলঙ্কার। তার প্রকাশিত কাব্য গ্রন্থের মধ্যে রয়েছে 'পাঁচিলের ওপারেই সোনালী শহর', 'আমার আকাশের জোসনা ও রৌদ্র', 'উঠোন জুড়ে বৃষ্টি' এছাড়া 'একমুঠো ধূলো' নামে ছোট গল্প ও জীবনচিত্র সম্বলিত তার একটি গ্রন্থও প্রকাশিত হয়েছে। 'নক্ষত্রের শতগল্প' ও 'স্বপ্নের সাতকাহন' নামে দুটো যৌথ গল্পের বই ও কাব্যগ্রন্থ ছাড়াও বেশ কাটি পত্রিকায়ও তার লেখা প্রকাশিত হয়েছে। এবারে জীবনচিত্র নিয়ে তার লেখা 'ঘুম কেড়ে নেয়' বইটি প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। -প্রকাশক

লিজি আহমেদ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon