মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী

মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী

বিদগ্ধ ফকিহ, বহু গ্রন্থের লেখক এবং ইসলামি জ্ঞানের নানা শাখায় তাঁর গর্বিত বিচরণ। অল ইন্ডিয়া ইসলামি ল বোর্ড এবং ইসলামিক ফিকাহ একাডেমি ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। তার পারিবারিক নাম নুর খোরশেদ। খালেদ সাইফুল্লাহ রাহমানী তার পরিচিত নাম। তিনি বিহারের দ্বারভাঙ্গা জেলায় ১৯৫৬ সনে জন্মগ্রহণ করেন। ফিকহি প্রজ্ঞার গভীরতা, ইসলামি চেতনার স্বাক্ষরতা, ফিকহের অভিধানতত্ত্বের বিজ্ঞতা এবং নতুন নতুন জিজ্ঞাসার ফিকহি সমাধান তার অনন্ত জ্ঞানের উজ্জ্বল উপমা৷ ফিকহি আলোচনা ও মতামতে তঁর অভিমত নিরঙ্কুশ ভারসাম্যপূর্ণ। তিনি মোঙ্গেরের জামেয়া রহমানিয়া থেকে স্নাতক করেন৷ পরে দারুল উলুম দেওবন্দে আবারো স্নাতক করেন৷ পাটনার ইমারতে শরইয়াহ থেকে ইফতা ও বিচারিক প্রশিক্ষণ নেন৷ দারুল উলুম সাবিলুস সালামে তিনি দীর্ঘ বাইশ বছর শিক্ষকতা করেন। তার রচিত গ্রন্থ ও প্রবন্ধের সংখ্যা অনেক। সবগুলো এখনো মুদ্রিত হয়নি। তবে বাংলায় অনূদিত হয়েছে কয়েকটি মাত্র। যেমন মানবতার নবী, হালাল-হারাম।

মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon