ওয়াল্টার লুইন

ওয়াল্টার লুইন

ওয়াল্টার হেন্ড্রিক গোস্তাভ লুইন (জন্মঃ ২৯ জানুয়ারি, ১৯৩৬) একজন ডাচ জ্যোতির্পদার্থ বিজ্ঞানী এবং ম্যাসাচুসেট ইনষ্টিটিউট অব টেকনলজীর পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক। লুইন ১৯৬৫ সালে ডেল্ফট ইউনিভার্সিটি অব টেকনলজী থেকে নিউক্লিয় পদার্থ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৬৬ সালের শুরু থেকে ম্যাসাচুসেট ইনষ্টিটিউট অব টেকনলজীর পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করে ২০০৯ সালে ৪৩ বছর অধ্যাপনার অবসান ঘটিয়ে অবসর গ্রহণ করেন।
জ্যোতির্পদার্থ বিজ্ঞানে লুইন এর অবদানসমূহের মধ্যে প্রথম ধীর গতির নিউট্রন ঘূৰ্ণন তারার মাধ্যমে সর্ব-আকাশ বেলুন নিরীক্ষণ এবং কৃত্রিম উপগ্রহ ও পর্যবেক্ষণের মাধ্যমে অনুসন্ধানী কাজে এক্স-রের উপস্থিতি নিয়ে গবেষণা অন্যতম। লুইন পাঠদানের জন্য পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পদার্থ বিজ্ঞানের ওপর বক্তৃতা প্রদান এবং edX ও এমআইটি মুক্ত শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদানের জন্য পরিচিত হয়ে আছেন। এই বক্তৃতাসমূহের ভিডিওগুলি বছরে প্রায় দুই মিলিয়ন বার দেখা হয়।

ওয়াল্টার লুইন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon