রেজানুর রহমান

রেজানুর রহমান

রেজানুর রহমানের জন্ম ২৬ ফেব্রুয়ারি ১৯৬২; কুড়িগ্রাম জেলার উলিপুরে, নানার বাড়িতে। পিতার কর্মস্থল সৈয়দপুর শহরের সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু।  উলিপুরে দুর্গাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সৈয়দপুর মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাসের পর ১৯৮০ সালে ঢাকায় আগমন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্সে ভর্তির পর থেকে সৃজনশীল সাহিত্য চর্চা, নাট্য সংগঠনে নেতৃত্ব ও সাংবাদিকতার ক্ষেত্রে উৎসাহ পেতে থাকেন।  প্রথম উপন্যাস ‘শূন্যে বসবাস’ ৮৮ সালের একুশে বইমেলায় তুমুল আলোড়ন তোলে। 
দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা জীবন শুরু।  সেখানে দীর্ঘ ১৯ বছর কাজ করার পর ইমপ্রেস টেলিফিল্ম-এর বিনোদন পাক্ষিক আনন্দ আলোর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে যুক্ত হন।  স্বল্প দৈর্ঘ্য চলচ্ছিত্র ‘ঠিকানা’ নির্মাণের স্বীকৃতি স্বরূপ ১৯৯৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

রেজানুর রহমান এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon