মাওলানা মাকসুদ আহমদ

মাওলানা মাকসুদ আহমদ

মাওলানা মাকসুদ আহমাদ জন্ম ৫ই এপ্রিল ১৯৬২। চাঁদপুর জেলার শাহরাস্তি থানার অন্তর্গত খেড়িহর গ্রামে। পিতা মুরহুম ক্বারী ছেরাজুল হক। ১৯৭৭ সালে ইলমে দীন অর্জনের উদ্দেশ্যে ঢাকার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ ফরিদাবাদ মাদরাসায় ভর্তি হন। সেখানে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, হাদিস-জগতের মুকুটহীন সম্রাট হযরত মাওলানা আব্দুল হাফিয রহ. এর সান্নিধ্যধন্য হওয়ার সুযােগ লাভ করেন। প্রিয় শিক্ষকের মত তিনিও নিজেকে একজন নিভৃতচারী হিসেবে গড়ে তােলার প্রয়াস পান। শিক্ষাজীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে ১৯৯১ সালে । তারপর সাভারের অন্যতম প্রাচীন মাদরাসা-আল জামিয়াতুল মাদানিয়া রাজফুলবাড়িয়ায় খেদমতে নিয়ােজিত হন। এখনও আছেন সেখানেই। লেখালেখির সাথে সম্পৃক্ততা সেই ছাত্রজীবন থেকেই। মাদ্রাসার দেয়ালিকা দিয়ে। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে হেঁটে চলছেন সাহিত্যের অলিগলি। এই দীর্ঘ পথ পরিক্রমায় অভিজ্ঞতা ও অর্জনের পাল্লাটাও হয়েছে বেশ ভারি। তার সমকালীন লেখাগুলােয় তা দৃশ্যমান। তবে শখের সঙ্গে সখ্য গড়ে লেখালেখির সূচনা হলেও তিনি এখন আদ্যোপান্ত একজন। পাঠকপ্রিয় লেখক। তার লেখার বৈশিষ্ট্য হল স্বচ্ছন্দ গতিময়তা। তার বইগুলােতে গদ্যের প্রবাহ, শব্দের সুপ্রয়ােগ এবং আঙ্গিক ও উপস্থাপনার আধুনিকতা বিশেষভাবে নজর কাড়ে।

মাওলানা মাকসুদ আহমদ এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon