এম ডি মহিউদ্দিন চৌধুরী (বিটু)

এম ডি মহিউদ্দিন চৌধুরী (বিটু)

এম ডি মহিউদ্দিন চৌধুরী (বিটু), জন্য সেপ্টেম্বর, ১৯৫৯। গ্রামের বাড়ি-দাশেরকাঠী, উপজেলা- কাউখালি, জেলা- পিরোজপুর। বাবা মরহুম চৌধুরী মোহম্মদ মহসীন সরকারি চাকরিজীবী ও মাতা সৈয়দা রিজিয়া বেগম গৃহিনী। তিনি ১৯৮৪ সনে স্নাতকোত্তর (ইতিহাস) ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ২৭ বছর দেশি বিদেশি বিভিন্ন কোম্পানিতে চাকরি করে বর্তমানে অবসর সময়ে লেখালেখিতে আত্মনিয়োগ করেছেন। ছাত্রজীবনে খেলাধুলার পাশাপাশি কবিতা আবৃত্তি, বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল নিয়মিত। নবম শ্রেণিতে অধ্যয়নকালে ১৯৭৪ সনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অহ্বানে জনসংখ্যা বিষয়ে পিরোজপুর আন্তঃজেলা রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। কৈশোর জীবনের এই সফলতা পরিণত বয়সেও লেখালেখিতে তাকে উৎসাহ জুগিয়ে চলেছে। ভ্রমণ তার শখ। এ পর্যন্ত তিনি ১৬টি দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় তার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখেছেন। এবারই প্রথম শিসেলস ও ইউ এ ই ভ্রমণ নিয়ে গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছেন। লেখনীর সাহায্যে অপরকে উৎসাহ ও অনুপ্রেরণা দান করাই তার এই গ্রন্থ প্রকাশের অন্যতম উদ্দেশ্য।

এম ডি মহিউদ্দিন চৌধুরী (বিটু) এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon