মাওলানা আবুল ফাতাহ মুহা. ইয়াহইয়া

মাওলানা আবুল ফাতাহ মুহা. ইয়াহইয়া

মাওলানা আবুল ফাতাহ্ মুহাম্মাদ ইয়াহ্ইয়া রাহ. ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন মালিডাঙ্গা গ্রামে ফরায়েযী বংশের এক আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মাওলানা মিয়া হুসাইন রাহ.। নানার বাড়ি হালুয়াঘাট, সেখানকার ‘কুতিকুরা করুয়াপাড়া উচ্চবিদ্যালয়ে’থেকে দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেন। এরপর মাদরাসায় ভর্তি হন এবং ১৯৮২-৮৩ সালে তাকমিল (স্নাতকোত্তর) সমাপন করেন জামিয়া শারইয়্যাহ, মালিবাগ, ঢাকা থেকে। কওমি শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম বিভাগে ৪র্থ স্থান অধিকার করেন। কর্মজীবনে সিলেট জেলার গাছবাড়ী মাযাহিরুল উলূম ও জামিয়া শামসুল উলূম (পীরজঙ্গী) মাদরাসায় মুহাদ্দিস ছিলেন এবং মালিবাগ জামিয়ায় ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া আমৃত্যু বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড-এর সহকারী মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন। অর্থনীতির উপরে ‘ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ণ’, বেফাকুল মাদারিসের অধীনে ফযীলত ১ম বর্ষে পাঠ্য, রাষ্ট্র বিজ্ঞানের উপরে ‘আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও ইসলাম’, ‘হাদীস অধ্যয়নের মূলনীতি’, ‘দারুল উলূম দেওবন্দ : ইতিহাস ঐতিহ্য ও অবদান’, (ফযীলত ২য় বর্ষে পাঠ্য), ‘স্রষ্টা ও তাঁর স্বরূপ সন্ধানে’, ‘ইসলামের দৃষ্টিতে পীর-মুরিদী’, ‘মুজাহাদা ফী সাবীলিল্লাহ’সহ বহু মূল্যবান গ্রন্থ লিখে গেছেন। । তিনি ২০ মে, ২০১৭ সালে ঢাকায় ইন্তেকাল করেন।

মাওলানা আবুল ফাতাহ মুহা. ইয়াহইয়া এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon