জাহাঙ্গীর হোসাইন

জাহাঙ্গীর হোসাইন

কবি-কথাসাহিত্যিক জাহাঙ্গীর হোসাইন ৩১ ডিসেম্বর ১৯৮২ সালে নোয়খালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ থানার তালিবপুর গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক আদি নিবাস নোয়াখালী সদর থানার মহতাপুর গ্রামে। বর্তমানে লক্ষ্মীপুর জেলার সদর থানার তিতারকান্দী গ্রামের বাসিন্দা। পিতা : আব্দুল মান্নান একজন ব্যবসায়ী ও ট্যানাস এসোসিয়েশন-এর সদস্য। মাতা : সামছুন নাহার বেগম একজন গৃহিনী।
কাব্য : চেতনার জলছবি – প্রকাশকাল ২০১৬
উপন্যাস : অব্যক্ত আর্তনাদ – প্রকাশকাল ২০১৯
প্রিয় শখ বই পড়া এবং ভ্রমণ করা
পড়াশোনা ও ভ্রমণসূত্রে গিয়েছেন ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন।

জাহাঙ্গীর হোসাইন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon