আবু সাইদ কামাল

আবু সাইদ কামাল

কবি ও কথাসাহিত্যিক আবু সাইদ কামাল। (জন্ম ৫ জানুয়ারি ১৯৫৯ সালে ময়মনসিংহ জেলায়) লিখছেন প্রায় তিন যুগ ধরে। সত্তর দশকে কবিতা দিয়ে শুরু করলেও লেখক হিসেবে আত্মপ্রকাশ নব্বইয়ের দশকে ।। নিয়মিত লিখে যাচ্ছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, শিশুতােষ গল্প ও ছড়া। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৮টি। সম্পাদনা করছেন ‘পাদদেশ’ছােটদের সাহিত্য ও ‘ছড়াপাতা' নামে তিনটি ছােট কাগজ। এ কথা সন্দেহাতীতভাবে বলা যায়, একজন নিষ্ঠাবান এবং নিরলস সাহিত্যকর্মী ও সাহিত্য সেবী হিসেবে ইতােমধ্যে তিনি নিজস্ব স্থান করে নিয়েছেন। লেখকের বিশেষ পরিচিতি কথাসাহিত্যিক ও ছড়াকার হিসেবে। গত দুই যুগে উল্লেখযােগ্য সংখ্যক শিল্পোত্তীর্ণ ছোটগল্প লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিক ও ছােট কাগজে। বিশেষ করে গারাে পাহাড়ের পাদদেশ এলাকার সংখ্যালঘু। নৃগােষ্ঠী নিয়ে তার ছােটগল্প, উপন্যাস ও প্রবন্ধ সুধীমহলে প্রশংসিত হয়েছে। এ ছাড়াও ইতােমধ্যে মাতৃকুলভিত্তিক গারাে সমাজ’ ও হাজংদের অতীত বর্তমান নামে প্রকাশিত তাঁর গবেষণাধর্মী দুটি প্রবন্ধগ্রন্থ বেশ তথ্যসমৃদ্ধ। বাঁহাতি তানিয়া' নামের উপন্যাসটি ২০১৬ সালে দৈনিক যায় যায় দিন ঈদসংখ্যায় প্রকাশিত হয়।

আবু সাইদ কামাল এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon