রোখসানা ইয়াসমিন মণি

রোখসানা ইয়াসমিন মণি

গল্পকার রোখসানা ইয়াসমিন মণি’র জন্ম কুমিল্লায়।
মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আবুল খায়ের মজুমদার ও মাতা হাসিনা বানুর পাঁচ সন্তানের মধ্যে মণি তৃতীয়। শৈশব থেকে মননের মধ্যে খেলা করে কল্পনার মিথ আর সৃষ্টির সুন্দর। কবিতার মধ্যে বসবাস করলেও গল্প বা উপন্যাসের মধ্যে দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। ২০২২ সালে প্রথম বই- ‘ঘুঙুরবাড়ি’ প্রকাশিত হয়েছে। সাইন্স ফিকশন – উপন্যাস, ‘সুন্দর মেয়েটি কালো হয়ে যাচ্ছে’ প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অমর একুশের বইমেলায়। দুটি বইয়ের ধারাবাহিকতায় তৃতীয় বই- ‘অলৌকিক গৃহকোণ’।
ওয়াসিফ আহমেদ ও আলিফ আহমেদ – দুই রাজকুমার পুত্র নিয়ে যাপিত জীবন রোখসানা ইয়াসমিন মণি’র। পেশাগত জীবনে তিনি প্রাথমিক সরকারী স্কুলের প্রধান শিক্ষক।

রোখসানা ইয়াসমিন মণি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon