নাহার আলম

নাহার আলম

নাহার আলম ম্যানেজমেন্টে মাস্টার্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংসারজীবন শুরুর আগে বেশ কিছুকাল (অর্থলগ্নি প্রতিষ্ঠান) ব্যাংকিং পেশায় যুক্ত ছিলেন নিজ জেলা জামালপুরে। তার জন্ম ২৬ মার্চ। প্রথম কাব্য চমন প্রকাশনা থেকে ‘কারুদহন অতঃপর ঝিনুকশ্বাস’, একুশে গ্রন্থমেলা ২০১৮, ঢাকা। দ্বিতীয় কাব্য ‘অপহৃত গোধূলির আর্তি’ ২০১৯ সালে কলকাতার ‘দর্পণ প্রকাশনা’ থেকে প্রকাশিত হয়। প্রথম গল্পগ্রন্থ ‘একটি লাল কাশবন’, বুনন প্রকাশনা, সিলেট, একুশে গ্রন্থমেলা ২০২২। কবিতা, ছোটোগল্প, সমালোচনা, প্রবন্ধ- তার লেখার মূল বিষয়। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা থেকে প্রকাশিত আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা ‘বঙ্গীয় সাহিত্য দর্পণ’-এর বাংলাদেশ শাখার সহযোগী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। বর্তমানে, সাহিত্যের ছোটোকাগজ বুননের সহসম্পাদক এবং সাহিত্যের ছোটোকাগজ ‘ত্রৈমাসিক শব্দকথা’ ও অনলাইন পত্রিকা ‘শব্দকথা নিউজ-২৪ ডটকম’ এর সহসম্পাদক হিসেবে যুক্ত আছেন। দৈনিক কাগজ এবং দেশি-বিদেশি লিটলম্যাগ ও পত্রিকায় নিয়মিত লেখা ছাপা হয়। রাঙামাটির ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম’ এ লেখা প্রকাশিত হয়েছিল বেশ অনেকবার। এছাড়া বেশকিছু লিটল ম্যাগাজিনেও নিয়মিত লেখা প্রকাশিত হয়, হচ্ছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দৈনিক ‘সানডে এক্সপ্রেস’, সিঙ্গাপুরের একমাত্র বাংলা দৈনিক ‘বাংলার কণ্ঠ’ পত্রিকা এবং ভারতের শিলং, আসাম, রূপনারায়ণপুর, কলকাতা, গুজরাটের বেশকিছু লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে, হচ্ছে। ভারতের জাতীয় পত্রিকা ‘প্রসাদ’ এ লেখা প্রকাশিত হয়েছে। ফ্রান্স থেকে প্রকাশিত প্যারিস টাইমসেও লেখা প্রকাশিত হয়েছে, হচ্ছে। কলকাতার ‘মহাবঙ্গ সাহিত্য সংগঠন’ থেকে লেখার জন্যে প্রায় বেশ কয়েকবার সম্মাননা, পুরস্কার ও সার্টিফিকেট প্রাপ্তি ঘটেছে। সম্প্রতি ২০২২ সালে ভারতের বর্ধমান জেলার রূপনারায়ণপুরের ‘লহমা সাহিত্য সম্মাননা’, পদক, সার্টিফিকেট প্রাপ্তি ঘটেছে। এবং যুক্তরাজ্য থেকে প্রকাশিত আন্তর্জাতিক সাহিত্য বিষয়ক ম্যাগাজিন (The space : edited by Uday Shankar Durjay) এ অনূদিত কবিতা ছাপা হয়েছে ২০২২ সালে। সম্প্রতি (২০২৩) UK থেকে প্রকাশিত POL (Portey Out Loud, Issue -5, Year-5: audited by Uday Shankar Durjay) এ অনূদিত ছোটোগল্প প্রকাশিত হয়েছে। তাছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে নিয়মিত লেখা প্রকাশ হয়, হচ্ছে। ২০১১ সাল থেকেই মূলত লেখালেখির সাথে সরাসরিভাবে যুক্ত।