সেইশি ইয়োকোমিজো

সেইশি ইয়োকোমিজো

সেইশি ইয়োকোমিজোর জন্ম ২৪ মে, ১৯০২ সালে, জাপানের চুও ওয়ার্ড, কোবে, হায়োগো শহরে। ছোটোবেলা থেকেই ডিটেকটিভ উপন্যাসের প্রতি তার একটা আলাদা ভালো লাগা শুরু হয়েছিল। ওসাকা ফার্মাসিউটিক্যাল কলেজ (বর্তমানে ওসাকা ইউভার্সিটির অংশ) থেকে ফার্মেসিতে ডিগ্রি নিয়ে পারিবারিক ড্রাগস্টোরে বসার কথা থাকলেও সে কাজে তার মন টানেনি। বরং এক অজানা আকর্ষণে তিনি টোকিওতে গিয়ে একটা পাবলিশিং কোম্পানিতে চাকরি নেন। সেখানে থেকে প্রধান সম্পাদক হবার পর অবসর নিয়ে ১৯৩২ সালে লেখালেখিতে পুরোপুরিভাবে মন দেন। ১৯৩৫ সালে তার প্রথম উপন্যাস ওনিবি (鬼火) প্রকাশিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে পড়ায় ও সেইসময় যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ায় লেখালেখিতে কিছুটা বিরতি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তার লেখা গোটা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়া শুরু করে। 'দ্য হোনজিন মার্ডার্স' তার রচিত লেখাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তার লেখা গল্পগুলো থেকে সিনেমা, নাটক বানানো হয়েছে। সেইশি ইয়োকোমিজো'কে 'জাপানিজ ডিকসন কার' বলে ডাকা হয়। ২৮ ডিসেম্বর, ১৯৮১ সালে তিনি মৃত্যুবরণ করেন।

সেইশি ইয়োকোমিজো এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon