রফিক বকুল

রফিক বকুল

১২ ডিসেম্বর ১৯৮১ সালে নওগাঁ জেলার দক্ষিণ সুলতানপুরে জন্ম নেয়া কবির পিতা মৃত আইয়ূব হোসেন ও মাতা ছালেহা বেগম। কবিতা লিখছেন ছাত্রজীবন থেকেই। সে সময়ের জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সাহিত্য পাতার বেশ পরিচিত মুখ তিনি। এছাড়াও বিভিন্ন লিটল ম্যাগে নিয়মিত লিখে আসছেন। আজন্ম প্রচারবিমুখতার কারণে দীর্ঘসময় পর প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন-এর উৎসাহে প্রকাশ পেয়েছে কবির প্রথম কাব্যগ্রন্থ ‘সীমান্ত ডাইনিং’। উল্লেখ্য, তিনি নওগাঁয় সাহিত্য সংগঠন আটচালা সাহিত্য পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক এবং নওগাঁ সাহিত্য পরিষদ-এর আজন্ম সদস্য।

রফিক বকুল এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon