জাহিদা মেহেরুননেসা

জাহিদা মেহেরুননেসা

অধ্যাপক ড. জাহিদা মেহেরুননেসা ( মিনু ) জন্মসূত্রে একটি সমৃদ্ধ সাহিত্যিক আবহে বেড়ে ওঠেন, যেহেতু  তিনি জন্মগ্রহণ করেছেন মামাবাড়ি বরিশালের ঝালকাঠিতে।  মামা একসময়ের জীবনানন্দ দাশের প্রিয় ছাত্র বাংলা কথাসাহিত্যে সাড়া জাগানো প্রখ্যাত লেখক ড. শামসুদদীন আবুল কালাম কাঞ্চন। বাবা পটুয়াখালির মকবুল আহমেদ প্রথম জীবনে ছিলেন শিক্ষক, পরবর্তী সময়ে তিনি সরকারী কর্মকর্তা হিসেবে চাকরি করেন।  মা লেখিকা মমতাজ বেগম দুলালী। জাহিদার আট ভাইবোনের প্রায় প্রত্যেকেই  গুণী এবং প্রতিভাবান। স্বামী শফিকুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা, অগ্রণী ব্যাংকের একজন সফল কর্মকর্তা এবং নেতা। তিনি ১জন পুত্র সন্তান এবং ১জন কন্যাসন্তানের জননী। বাবার চাকুরীসূত্রে প্রায় জন্ম থেকেই জাহিদা ঢাকা শহরের যাত্রাবাড়িতে শৈশব, কৈশোর এবং যৌবনের উজ্জ্বল সময়গুলি অতিবাহিত করেন, ঢাকার তৎকালীন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কামরুন্নেছা সরকারী উচ্চ বা্লিকা বিদ্যালয়, সেন্ট্রাল উইমেন্স কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বিসিএস পাশ করে ১৯৯৬তে সরকারি মহিলা কলেজ বরিশালে জয়েন করেন। পরবর্তী সময়ে সরকারি বাঙলা কলেজে ১০ বছর শিক্ষকতাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ফেলোশীপসহ ৩ বছর ছুটি পেয়ে মামা শামসুদদীন আবুল  কালামের কথাসাহিত্য বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি ডিগ্রি অধ্যয়ন করার জন্য সরকারী অনুমোদন লাভ করেন। তিনি তাঁর পিএইচ.ডি তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সৌদা  আখতারের প্রাজ্ঞ নির্দেশনায় অভিসন্দর্ভ রচনার কাজটি সুসম্পন্ন করেন।  ২০০৮ এর সেপ্টেম্বরে ইডেন মহিলা কলেজের  বাংলা ভাষাও সাহিত্য বিভাগে জয়েন করার পর অধ্যাপনার পাশাপাশি তিনি পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন ২০১১র এপ্রিলে।  ইতোপূর্বে পলল প্রকাশনী থেকে ১ম কাব্যগ্রন্থ অনুরণন (২০০৬) প্রকাশিত হয়। সালাউদ্দিন বইঘর থেকে ২য় কাব্যগ্রন্থ আত্মোৎসারণ অনুবাদসহ ( elevation of the soul ) প্রকাশিত হয় ২০১০ এ । এদিক থেকে কবি হিসেবেও কবিমহলে জাহিদার একটি পরিচিতি রয়েছে।

জাহিদা মেহেরুননেসা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon