অনন্য কামরুল

অনন্য কামরুল

জন্ম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাগবাড়ী গ্রামে ১১ সেপ্টেম্বর ১৯৮২ খ্রিস্টাব্দে। বাবা মুহা. হাসান আলী, মা জাহানারা বেগম। শৈশবেই তাঁর মধ্যে কাব্যপ্রতিভার উন্মেষ ঘটে। বিভিন্ন জাতীয় দৈনিক ও সাহিত্যপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সনদী নাম মুহা. কামরুল হাসান রোকন হলেও এখন তিনি অনন্য কামরুল নামেই সাহিত্যাঙ্গনে পরিচিত একটি মুখ। কবিতা, ছড়া, ছড়ানাট্য, গান, গল্প, অণুগল্প ইত্যাদি মাধ্যমে তাঁর স্বচ্ছন্দ বিচরণ। একাধিক ভাষায় অনূদিত হওয়ার পাশাপাশি বিভিন্ন নামকরা জাতীয় ও আন্তর্জাতিক সংকলনে তাঁর লেখা স্থান পেয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বিএ (সম্মান) ও এমএ সম্পন্ন করে বর্তমানে অধ্যাপনা করছেন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে।
প্রকাশিত গ্রন্থসমূহ: মেঘমৌসুমের স্বরলিপি (কবিতা, ২০১৭), স্কুলপালানো চাঁদ (ছড়া, ২০১৭), পাখির নামে বাড়ি (ছড়া, ২০১৭), ইড়িং বিড়িং তিড়িং তিং (ছড়া, ২০১৯)

অনন্য কামরুল এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon