মোহাম্মদ আন্‌ওয়ারুল কবীর

মোহাম্মদ আন্‌ওয়ারুল কবীর

কবি, গল্পকার ও কলামিস্ট মোহাম্মদ আন্ওয়ারুল কবীর পেশা জীবনে একজন কম্পিউটার বিজ্ঞানী। অধ্যাপনার পাশাপাশি দীর্ঘদিন ধরে ডেইলি স্টার সহ দেশের বিভিন্ন জাতীয় ইংরেজি পত্র-পত্রিকায় কলাম লিখে আসছেন। বাংলাভাষায় সৃজনশীল ও মননশীল লেখালেখিতে প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন। গেল শতাব্দির নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্যে বসবাসকালে লন্ডনভিত্তিক বাংলা পত্রিকা জনমত, নতুনদিন ও সুরমায় তার কবিতা, প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হতো। এছাড়া ব্লগ ও ফেইসবুককেন্দ্রিক বিভিন্ন সাহিত্য ফোরাম সহ দুই বাংলার নানা ক্ষুদে পত্রিকায় তার সাহিত্যকর্ম নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
প্রকাশিত গ্রন্থাবলী:
কাব্য- মধ্যাহ্ন খরায় তবু আসে প্রেম (২০১৪)
অণুগল্প – মাইন্ড রিডার(২০১৫)
অণুগল্প – ম্যাজিসিয়ান (২০১৭)