সুমন শামস

সুমন শামস

সুুমন শামস কবি ও কথাকার। এছাড়াও তিনি একাধারে প্রাবন্ধিক, ছড়াকার ও গীতিকার। জন্ম ৫ আগস্ট ১৯৮৭, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার উপশহরে। সুুমন শামস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ পাস করেন প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। সুমন শাম্স বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। টিভি নাটক ও টেলিফিল্মেও তাঁর লেখা গান প্রচারিত হয়ে থাকে। এছাড়াও গীতিকার হিসেবে হিন্দুস্তান রেকর্ডসের সাথে কাজ করেছেন।
পুরস্কার ও সম্মাননা
শালুক সাহিত্য পুরস্কার (২০১৯)
কবি ওমর আলী পদক (২০১৯)
তূর্যনিনাদ সম্মাননা পদক (২০১৯)
কণ্ঠস্বর সম্মাননা পদক (২০১৯)
সম্পাদিত পত্রিকা ধ্রুব।

সুমন শামস এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon