মুহাম্মদ রেজাউল হক

মুহাম্মদ রেজাউল হক

জনাব মোহাম্মদ রেজাউল হক একজন প্রবীণ প্রকৌশলী ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। জন্ম ১৯৪৩ সালে কুষ্টিয়া জেলার মিরপুর থানার মির্জানগর গ্রামে। তিনি ১৯৫৮ সালে ঢাকার নবাবপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৬০ সালে দৌলতপুর বি.এল কলেজ থেকে আই.এস.সি ও ১৯৬৪ সালে তৎকালীন EPUET (বর্তমান BUET) থেকে প্রকৌশল ডিগ্রি অর্জন করেন। এরপর এক বছরের কিছু বেশী সময় তৎকালীন EPIDC-তে কাজ করার পর ১৯৬৬ সালে তিনি তৎকালীন পাকিস্তান টেলিগ্রাফ ইঞ্জিনিয়ারিং সার্ভিসে (বর্তমান বি.সি.এস টেলিকম সার্ভিসে) যোগদান করেন। তারপর দীর্ঘদিন টিএন্ডটি বিভাগ/টিএন্ডটি বোর্ডে সফলতার সঙ্গে কাজ করার পর ২০০১ সালে সদস্য (বিটিটিবি) হিসেবে অবসর গ্রহণ করেন। অবসরের পর বাংলাদেশ টেলিকম রেগুলেটরী কমিশন (বিটিআরসি) এর একজন কমিশনার হিসেবে ২০০২-২০০৫ সালে তিন বৎসরের প্রথম টার্মের দায়িত্ব পালন করেন। এরপরে তিনি টেলিকম বিশেষজ্ঞ ও রেগুলেটরী বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন সময়ে কিছু কিছু সংস্থায় সহায়তা সার্ভিস প্রদান করেন। বর্তমানে বেশ কয়েক বছর ধরে তিনি পুরোপুরি অবসর জীবন যাপন করছেন। এসময়ে বিভিন্ন বইপত্র পড়াশুনা করে, ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে এবং কিছু লেখালেখি করে সময় কাটান। তার লেখা বিপরীতধর্মী দুটি বই 'How much you know' ও ‘কৌতুক ধাঁধা কৌতুক' ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

মুহাম্মদ রেজাউল হক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon