নাবিলা তাবাসসুম সিনথিয়া

নাবিলা তাবাসসুম সিনথিয়া

প্রতিশ্রুতিশীল লেখক নাবিলা তাবাসসুম সিনথিয়া। জনন্ম ১০ অক্টোবর ২০০২। প্রথম গ্রন্থ 'হে। সুরঞ্জনা' প্রকাশিত হয় ২০২৪-এ। প্রথম গ্রন্থের পাঠকপ্রিয়তা তাঁকে উৎসাহ দেয় বর্ণমালার পৃথিবীতে কলমকে শক্ত করে আঁকড়ে ধরার। পাঠকের মন দুয়ারে তাঁর এবারের আয়োজন উপন্যাস 'হেলেন'। সাহিত্যের আলপথে তাঁর যাত্রা সমৃদ্ধ হোক। অমর একুশে বইমেলা ২০২৫-এ নাবিলা তাবাসসুম সিনথিয়ার দ্বিতীয় গ্রন্থ 'হেলেন' প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।

নাবিলা তাবাসসুম সিনথিয়া এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon