মমতা নূর

মমতা নূর

মমতা নূর যশােরের চৌগাছায় আব্দুস সামাদ সন্তোষ ও ফরিদা বেগমের ঘর আলাে করে ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পরিবারে সর্বকনিষ্ঠ। মায়ের আদরে বাবার হাত ধরে সাহিত্যাঙ্গনে অভিষেক। বাবার কণ্ঠে আবৃত্তি শুনতে শুনতে খুব ছেলেবেলায়। কবিতার প্রতি অনুরক্ত হয়ে ওঠেন কবি ও কথাশিল্পী মমতা নূর। চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে প্রথম মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। এরপর কবিতা। লেখায় ও আবৃত্তিতে মগ্ন হন কবি। চৌগাছা থেকে প্রকাশিত কপােতাক্ষ ম্যাগাজিনে ‘নারী’ শিরােনামে তার লেখা কবিতা প্রথমবারের মতাে ছাপার অক্ষরে প্রকাশ পায়। মমতা নূর তখন চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মমতা নূরের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ সাহিত্যের ছােট কাগজ, জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকা এবং ওয়েব পাের্টালে প্রকাশিত হয়ে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। কবি ও কথাশিল্পী মমতা নূর ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছে।

মমতা নূর এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon