মো. মোর্শেদ আলী শিকদার

মো. মোর্শেদ আলী শিকদার

কবি মো. মোর্শেদ আলী শিকদার, মাগুরা জেলার অন্তর্গত ০১ নং হাজীপুর ইউনিয়নের পাথরঘাটা নামক গ্রামে ১৩৮৬ বঙ্গাব্দে (১৯৭৯ইং) ২৯শে আশ্বিন এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. বাখের আলী শিকদার, মাতা জাহানারা শিকদার এবং সহধর্মিণী রাবেয়া বেগম। মো. আল মোস্তাকিম শিকদার নামে তার একটি পুত্র সন্তান রয়েছে তিনি এক জন কবি ও উপন্যাসিক। তিনি ছোটবেলা থেকে গল্প, কবিতা লেখার মাধ্যমে সাহিত্য জগতে পদার্পণ করেন ও তার রামিশা মালিহা নামে একটি কন্যা সন্তান রয়েছে। কবি সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লি. এ সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার পদে কর্মরত আছেন।

মো. মোর্শেদ আলী শিকদার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon