আব্দুল্লাহ আল আমিন মন্ডল

আব্দুল্লাহ আল আমিন মন্ডল

আব্দুল্লাহ আল আমিন মন্ডল কবি পরিচিতি:- মানবতার কবি, প্রেমের কবি আব্দুল্লাহ আল আমিন মন্ডল ১লা আগষ্ট, ১৯৮৫ ইং সালে জামালপুর জেলার সদর থানার বানারের পাড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলহাজ্ব মজিবর মতি রহমান মন্ডল আর মায়ের নাম জাহানারা বেগম। চার ভাই বোনের মধ্যে কবি তৃতীয়। কবির স্ত্রী রেহেনা আমিন একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার একমাত্র মেয়ে আফিয়া হুমায়রা আদ্রিতা। বয়স পাঁচ বছর। কবি নিজ গ্রামের স্কুল থেকে প্রাথমিক ও ২০০১ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর থেকে ২০০৩ সালে উচ্চ মাধ্যমিক, ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক (সম্মান) এবং ২০০৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে কবি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এছাড়াও কবি বিভিন্ন সামাজিক সংগঠন ও সাহিত্য গ্রুপের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। বর্তমানে অনলাইন সাহিত্য গ্রুপ আলোকিত কবিতার ভুবন এর সভাপতি, কবি ও কবিতার ভুবন-ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সভাপতি এবং জাতীয় কবি পরিষদ (জাকপ) এর সম্মানিত সদস্য। কবি ছোট থেকেই লেখালেখির প্রতি প্রচণ্ড আগ্রহী ছিলেন। কলেজ জীবন থেকেই কবির লেখা কবিতা বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়ে আসছে। তিনি একাধারে কবিতা, ছোট গল্প, গীতি কবিতা, ইসলামী গান, ছড়া ও রম্য কবিতা লিখে থাকেন। কবির একক কাব্যগ্রন্থ 'জীবন মৃত্যুর খেলা'। এছাড়াও প্রতি বছর একাধিক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এ বছর একুশে বই মেলায়- 'জীবনের স্মৃতিময় কবিতা', 'ভালোবাসার নীল রঙ', 'ভালোবাসার ডায়েরি', 'ধূলিময় শহর-০১', 'ধূলিময় শহর-০২', 'দ্বিভুজ', 'কবির ভাষায় বঙ্গবন্ধু' এবং কবির নিজ সম্পাদনায় 'মলাট বদ্ধ প্রেম' শিরোনামে যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। 'মানবতার ফেরিওয়ালা' কবির দ্বিতীয় একক কাব্যগ্রন্থ। 

আব্দুল্লাহ আল আমিন মন্ডল এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon