মো. রুহুল কুদ্দুস খোকন

মো. রুহুল কুদ্দুস খোকন

মোঃ রুহুল কুদ্দুস খোকন ১৯৮০ সালের ২রা জানুয়ারি সাতক্ষীরা জেলার সদর থানার বুইচানা গ্রামে এক মুসলিম পরিবারে জন্যগ্রহণ এবং সাতক্ষীরা সদরের কাটিয়া মধ্যপাড়ায় স্কুল জীবন অতিবাহিত করেন। তার পিতার নাম মোঃ ফজর আলী মোড়ল, মাতার নাম মেহেরুন নেছা। তিন ভাই ও এক বোনের মাঝে তিনি সকলের বড়। বড় সন্তান হওয়ার জীবন সংগ্রামে খুবই কম বয়সে নিজেকে আস্বাদিত করেন। ২০০৬ সালে একই জেলার তানিয়া আফরিন রুম্পার সাথে বিবাহ বন্ধনে আবদ্ব হন। বর্তমান তার এক ছেলে ও এক মেয়ে। তিনি পেশায় একজন বিদ্যুৎ প্রকৌশলী। বর্তমানে ঢাকা জেলার সাভার থানায় বসবাস করেন এবং এক বেসরকারী কোম্পানিতে চাকুরিরত। তিনি ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী এবং দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। প্রাইমারী স্কুল জীবনে তার প্রথম 'গোদায় বিলের পথে' ভ্রমণ কাহিনি স্কুল ম্যাগাজিনে ছাপা হয়। তার একক কাব্যগ্রন্থ "একটি বিন্দু" ২০২৩ সালে বইমেলাতে প্রকাশিত হয়। তার অসংখ্য উপ-সম্পাদিকীয়, নাটক, গল্প ও কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়।

মো. রুহুল কুদ্দুস খোকন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon