এ্যাড. মো. মনোয়ার হোসেন হানিফ

এ্যাড. মো. মনোয়ার হোসেন হানিফ

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া শালবাহান রোড সাকিনের নিম্নবৃত্ত কৃষক পরিবারে এ্যাড. মো. মনোয়ার হোসেন হানিফ ১৯৬৭ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে মাঝিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ১৯৮৬ সালে বোদা পাখরাজ কলেজ হতে মানবিক বিভাগে এইচএসসি, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ হতে বিএ পাস (২য় শ্রেণি) করেন এবং রংপুর কারমাইকেল কলেজ হতে ১৯৯৫ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স পরীক্ষায় ২য় শ্রেণিতে উত্তীর্ণ হন। ২০০৮ সালে জাতীয় আইন কলেজ, ঢাকা হতে ২য় শ্রেণিতে এলএলবি উত্তীর্ণ হয়ে বর্তমানে পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির অধীন নিয়মিত আইন পেশায় নিয়োজিত আছেন। ছাত্রজীবন থেকেই তিনি কবিতা, গল্প, নাটকসহ নানারকম লেখালেখিতে যুক্ত আছেন। কবির লেখা প্রথম নাটিকা "গরীবের মামলার ভার বহন করে সরকার" ২০১৩ সালে পঞ্চগড় জেলা জজ কোর্ট প্রাঙ্গনে লিগ্যাল এইডস দিবসে মঞ্চায়ন করা হয়। তিনি নাটিকা 'কলিং বেল', 'মুক্তিযুদ্ধ' সহ ছোট ছোট নাটক, গল্প, উপন্যাস লিখেছেন। 'মেঘে ঢাকা তারা' কবির প্রথম কাব্যগ্রন্থ।

এ্যাড. মো. মনোয়ার হোসেন হানিফ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon