ড. মোঃ রবিউল ইসলাম

ড. মোঃ রবিউল ইসলাম

প্রফেসর ড. মো. রবিউল ইসলাম বর্তমানে টাঙ্গাইলস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৭৪ থেকে ২০১৫ সন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ঐ বিভাগে জৈব রসায়নের অধ্যাপক ছিলেন। তিনি বিভাগীয় চেয়ারম্যান এবং বিজ্ঞান অনুষদের ডীন হিসেবেও কর্মরত ছিলেন। ২০১২ সালে তিনি ইউপেক (ওটচঅঈ)-এর ফেলো নির্বাচিত হন।
১৯৬৭ সনে যশোর সরকারি এম.এম. কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অনার্স শ্রেণিতে ভর্তি হন। ১৯৭০ সনে রসায়ন শাস্ত্রে বি. এসসি (অনার্স) ও ১৯৭১ সনে এম.এসসি পরীক্ষায় প্রথম শ্রেণি দখল করে ডিগ্রি অর্জন করেন। ড. ইসলাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পূর্বে ১৫ মাস ব্যাপী স্কুইব অব বাংলাদেশ লিমিটেড-এর মান নিয়ন্ত্রণ বিভাগে এনালিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
১৯৭৮ সনে পশ্চিম জার্মান সরকারের বৃত্তি নিয়ে তিনি উচ্চতর শিক্ষা এবং গবেষণার জন্যে বন ও পরে বকুম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৮৩ সনে বকুম বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লেষণ জৈব রসায়নে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করে স্বীয় কর্মস্থলে ফিরে আসেন। এরপর ১৯৮৭, ১৯৯৬, ২০০০ ও ২০০৬ সনে জার্মান সরকারের ফেলোশিপ নিয়ে বকুম ও হ্যানোভার বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৮৯-৯০ সনে কমনওয়েল্থ স্টাফ ফেলোশিপ নিয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টোরাল রিসার্চ করেন। তাঁর গবেষণাকর্ম থেকে দেশে ও বিদেশে ১৫৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ক্যান্সার ও এন্টিবায়োটিক নিয়ে গবেষণা করেছেন। ড. ইসলাম জনপ্রিয় বিজ্ঞানের উপর লেখার পাশাপাশি উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৩০টি পুস্তকের যৌথ লেখক। শিক্ষা ও গবেষণার কাজে তিনি ভারত, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়া সফর করেন।

ড. মোঃ রবিউল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon