মো: গোলাম রউফ খান পিপিএম (বার), এনডিসি

মো: গোলাম রউফ খান পিপিএম (বার), এনডিসি

মোঃ গোলাম রউফ খান পিপিএম (বার), এনডিসি-এর জন্ম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন সাতহালিয়া গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি চারটি স্বতন্ত্র ইউনিটে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যশোর ও খুলনা জেলাতে, পুলিশ সুপার পদমর্যাদায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, খুলনা জেলা ও বিএমপিতে এবং অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে চাকরি করেছেন। বর্তমানে ডিআইজি পদমর্যাদায় ভাইস প্রিন্সিপাল হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমীতে কর্মরত আছেন। তিনি কঙ্গো এবং সুদানে 'জাতিসংঘ শান্তিরক্ষা' মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি সুদানে জয়েন্ট অপারেশন সেন্টারের টিম লিডার ছিলেন। সাহসিকতাপূর্ণ এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার 'রাষ্ট্রপতি পুলিশ পদক'-এ ভূষিত হন। তিনি দেশে ও বিদেশে পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ২০২৩ সালে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে 'সিকিউরিটি এন্ড ডেভলপমেন্ট' বিষয়ে ২য় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত এবং দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। পেশাগত জীবনের বাস্তব অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞানের আলোকে রচিত তদন্তের ময়নাতদন্ত তাঁর লেখা প্রথম গ্রন্থ।

মো: গোলাম রউফ খান পিপিএম (বার), এনডিসি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon