কানিজ ফাতেমা

কানিজ ফাতেমা

যারা ধরিত্রীর বুক হতে ধুতরার শিকড় উপড়ে রোপন করেন, "নন্দিনী মায়া"র লেখক তাঁদেরই একজন। কালের দোর্দণ্ড প্রতাপে মানুষ যখন হারিয়ে ফেলে সুন্দর স্বপ্নে ভরা স্বস্তির সকাল, হর্ষহীন জীবন হতে যখন চুয়ে পড়ে কেবলই অন্ধকার অমানিশা- সেই মুহূর্তে দাঁড়িয়ে লেখক সুন্দরের বিন্দু বিন্দু বোধের চরকায় সুতা কেটে বুনে চলেন সম্পর্কের শরীর। আর এ কারণেই তিনি বেছে নিয়েছেন শিক্ষকতা পেশাকে। তিনি শিক্ষার্থীদের মননে পরিয়ে দেবার চেষ্টা করেন নান্দনিক শৈলীর মখমলি পোশাক। আর তাদের অন্তরাত্মার মাঝে সৃজন করেন সত্য ও সুন্দরের মানবিক উপাখ্যান। যে উপাখ্যান একই সাথে ধারণ করে সভ্যতার নির্মম সত্য-রূপ এবং স্বপ্ন ও আশার বিস্তীর্ণ বেলাভূমি।

কানিজ ফাতেমা এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon