মাওলানা সালেহ আজাদী

মাওলানা সালেহ আজাদী

পড়াশোনা করেছেন ঢাকা আলিয়া ও অন্যান্য স্বনামধন্য মাদরাসায়। এ ছাড়াও কওমি অঙ্গনের সাথে তার আছে নিবিড় বন্ধন। মাড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের আঙিনাও। বিশ্ববিদ্যালয়ে তার বিভাগ ছিল গণযোগাযোগ। ফলে, যোগাযোগের কলকবজা তিনি ভালোই রপ্ত করেছেন। এই প্রজন্মের ভাষা ও আকাঙ্ক্ষা তিনি বোঝেন। আর এ যোগ্যতাটিকেই, তিনি তার দাওয়াতি-টুল্‌স হিসেবে কাজে লাগাতে সংকল্পবদ্ধ।  আজ থেকে তেরোশ বছর আগে, কোনো এক তাবিয়ির-বলা কথাকে, আজকের তরুণরা ঠিক কতটুকু বুঝতে পারে? বর্তমানের সাথে মিলিয়ে কতটুকু পাঠ করতে পারে? ঠিক এখানটাতেই সালেহ আজাদীর বিশেষত্ব। তিনি তরুণদের সামনে অতীতকে হাজির করেন বর্তমানের ভাষায়। তিনি অতীত-হাতড়ে শ্যাওলা-ধরা-মুক্তো আহরণ করেন, তারপর সেই মুক্তোকে ঘষেমেজে ঝকঝকে-তকতকে করে, পাঠকের সামনে উপস্থাপন করেন। মোটকথা, কুরআন-সুন্নাহ ও সালাফদের কথামালাকে রিভাইভ করা, আর সেসবের প্রাসঙ্গিকতা তুলে ধরাই—তার দাওয়াতি প্রকল্পের অন্যতম এমবিশান।  ইনকাম অ্যান্ড মাইন্ডসেট সালেহ আজাদীর প্রথম বই। পয়লা বইতেই তিনি তার ভাষাগত নৈপুণ্যের ছাপ রেখেছেন। তার বর্ণনার ঢং অনবদ্য। তিনি লেখেন এমনভাবে—যেন পাঠকের সামনে বসে কথা বলছেন। আশাকরি, মাওলানা সালেহ আজাদীর এ-বই পাঠকের চিন্তার প্যারাডাইম বদলে দেবে।

মাওলানা সালেহ আজাদী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon