মোঃ এনামুল হক

মোঃ এনামুল হক

মো. আনামুল হক ম্যানেজমেন্ট ও এইচআরএম-এর একনিষ্ঠ শিক্ষক। তিনি ঢাকা, বাংলাদেশে জন্মগ্রহণ ও বড় হয়েছেন। তিনি শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ব্যবস্থাপনায় বিবিএ এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রি অর্জন করেন, যা তাঁর ব্যবসায় ও মানবসম্পদ ব্যবস্থাপনার উপর দৃঢ় ভিত্তি তৈরি করে।  মো. হক ২০১৭ সালে নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশে লেকচারার হিসেবে শিক্ষাজীবন শুরু করেন। ২০১৮ সালে তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন এবং শিক্ষাদানের পাশাপাশি গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত থাকেন। ২০১৯ সালে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে লেকচারার পদে যোগ দেন। বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।  তাঁর অসাধারণ শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে সমালোচনামূলক চিন্তাভাবনা ও বাস্তবজীবনে প্রয়োগযোগ্য দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করেন।  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাইরেও, মো. আনামুল হক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদান করেন, যার মাধ্যমে তিনি বাংলাদেশের আরও বৃহৎ শিক্ষার্থী গোষ্ঠীর সঙ্গে জ্ঞান ভাগ করে নিতে সক্ষম হন। বাংলাদেশে ব্যবসায় শিক্ষার মান উন্নয়নে তিনি অত্যন্ত আগ্রহী এবং ব্যবসা শিক্ষার গুণগত মান ও প্রভাব বৃদ্ধির জন্য নানান গবেষণা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছেন।

মোঃ এনামুল হক এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon