মোঃ বজলুর রশীদ

মোঃ বজলুর রশীদ

মোঃ বজলুর রশীদ, ৩ জানুয়ারি ১৯৮১ ইং সালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলাধীন জলঢাকা সদর ইউনিয়নের চেড়েঙ্গা গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত মোঃ সামসুদ্দিন জলঢাকা প্রাণী সম্পদ অফিসে ভেটানরি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মমতাময়ী মাতা মোছাঃ রশিদা বেগম একজন আদর্শ গৃহিণী। চার ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা (ইরিনা রশীদ) ও এক ছেলে (মুহাম্মদ বিন রশীদ) সন্তানের জনক এবং তার সহধর্মিনী মাহমুদা সামিহা ফাওজিয়া বর্তমানে নিজ জেলা জলঢাকা উপজেলা চাওড়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। উচ্চশিক্ষা ও পেশাঃ তিনি জলঢাকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে, জলঢাকা মডেল দ্বি-মুখী পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ ইং সালে এস.এস.সি পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি জলঢাকা সরকারি কলেজ থেকে এইচ.এস.সি এবং সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি নীলফামারী জেলাধীন জলঢাকায় একটি কলেজে অধ্যাপনা করছেন। এছাড়াও তিনি জলঢাকার একটি অনলাইন নিউজ পোর্টাল “জলঢাকা নিউজ” এর সম্পাদক। সাহিত্যিক কাজঃ ছাত্র জীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। যার প্রধান সাহিত্যকর্মগুলো মধ্যে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ- কাব্যে ফুলের সুবাস, ৯৫ কাব্য সম্ভার, কাব্য কলি, রুহ, আকাশ ভালবাসি এবং শেষ চিরকুট উল্লেখযোগ্য। তাঁর কবিতায় মানবজীবনের জটিলতা, ভালোবাসা, এবং সামাজিক প্রেক্ষাপট ফুটে ওঠে। প্রেরণা ও প্রভাবঃ জীবনানন্দ দাশ ও কাজী নজরুল ইসলামের কবিতার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে, বজলুর রশীদ তাঁর লেখালেখিতে মানুষের মনের গভীরতা ও সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন। ব্যক্তিগত জীবনঃ প্রকৃতিপ্রেমী বজলুর রশীদ অবসর সময়ে ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।

মোঃ বজলুর রশীদ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon