মুজাহিদুল গাজী

মুজাহিদুল গাজী

মুজাহিদুল গাজী জন্ম ২৪ শে মে দক্ষিণের শহর খুলনার পাইকগাছা উপশহরের এক নিভৃত পল্লী গ্রাম পারবয়ার ঝাপাতে। গ্রামের পাশ aদিয়ে বয়ে যাওয়া নদীর মত অজস্র ঘাত প্রতিঘাতে বুকের ভেতরে বয়ে গেছে আঁকাবাঁকা একটা নদী। যার বাঁকে বাঁকে জমে আছে শত সহস্র না বলা কথা, গল্প, অনূভুতি। মাতাঃ মোসাঃ মাকসুদা খাতুন। পিতাঃ মোঃ রজব আলী গাজী। পড়াশোনাঃ স্নাতক(চলমান), রসায়ন বিভাগ। তিনি মূলত জীবনকে খুব কাছ থেকে দেখতে ও মানুষের না বলা কথাগুলো বলতে ভালোবাসেন। একটা সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত জীবনকে যাপন করার সপ্ন দেখেন।নশ্বর এই পৃথিবীতে বেঁচে থাকতে চান মানুষের মাঝে, বইয়ের পাতায়।

মুজাহিদুল গাজী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon