শাহাব আহমেদ

শাহাব আহমেদ

শিশু চিকিৎসক ও কথাসাহিত্যিক। জন্ম বিক্রমপুরে। ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা শুরু করে সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ শহরে চলে যান বৃত্তি নিয়ে। অনার্সসহ ডাক্তারি ডিগ্রি অর্জন করে সেখানেই বসবাস করেন ১৯৯৬ সাল পর্যন্ত। সোভিয়েত দেশের পতন ও তৎপরবর্তী রাশিয়া ও প্রাক্তন রিপাবলিকসমূহের বিবর্তন স্বচক্ষে দেখেন এবং এ নিয়ে সক্রিয়ভাবে লেখালেখি করেন। প্রকাশিত বইসমূহ: 'অদৃশ্য মূষিক এক', 'লেনিনগ্রাদের চিঠি', 'কলেজের দিনলিপি', 'দশজন দিগম্বর একজন সাধক', 'হিজল ও দ্রৌপদী মন', 'তিথোনসের তানপুরা', 'লেনিনগ্রাদ থেকে ককেশিয়া', 'ককেশিয়ার দিনরাত্রি', 'যত্র বয় কুরা নদী' ও 'ধুতুরা জোছনার দিন'।

শাহাব আহমেদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon