আসিফ হাসান সাগর

আসিফ হাসান সাগর

বিবিধ পরিচয়ের মানুষ লেখক আসিফ হাসান সাগর একজন ফিটনেস স্পেশালিস্ট ও গবেষক। দীর্ঘ ২৪ বছর ধরে মানুষকে ট্রেনিং ও সঠিক দিক নিদের্শনা দিয়ে আসছেন তিনি। ফিজিওথেরাপিস্ট হিসেবে মানব সম্প্রদায়ের উপকারে নিজেকে নিয়োজিত রাখার পাশাপাশি একজন অভিনেতা ও অ্যাকশন কোরিওগ্রাফার হিসেবে মিডিয়াতে এক যুগ ধরে সফলতার সাথে কাজ করে আসছেন। ভয়েস আর্টিস্ট হিসেবে গত এক বছর ধরে চ্যানেল আই এর সাথে এবং একজন মুষ্টিযোদ্ধা হিসেবে বাংলাদেশ বক্সিং সোসাইটির সাথে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের দেবর এবং মনকে পরিপূর্ণ সজাগ রেখেছেন তিনি। লেখক হিসেবে "শরীরচর্চা ও সুখী মনের আশ্রম" আসিফ হাসান সাগরের অনুসন্ধানীমূলক প্রথম গ্রন্থ। কর্মজীবনের সফলতা যেভাবে তাকে পর্যায়ক্রমে উঁচু আসনে বসিয়েছে আমরা আশা করছি লেখক হিসেবেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আসিফ হাসান সাগর এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon