ড. বিকাশ চক্রবর্তী

ড. বিকাশ চক্রবর্তী

ড. বিকাশ চক্রবর্তী রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে ২০১৭ সাল থেকে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত। বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের পূর্বে, তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল Nevanlinna Theory (Complex Analysis) | তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর (২০১৩) এবং স্নাতক (২০১১) ডিগ্রি অর্জন করেন। অতি সম্প্রতি, তিনি গণিতের ভিজ্যুয়ালাইজেশনে (Proofs Without Words) আগ্রহী হয়ে ওঠেন। সম্প্রতি Geometric series এর উপরে একটি ভিজ্যুয়ালাইজেশন The American Mathematical Monthly তে ছাপা হয়েছে। সব মিলিয়ে লেখকের চল্লিশটিরও বেশী গবেষণাধর্মী লেখা দেশ-বিদেশের গণিত বিষয়ক পত্রিকাতে ছাপা হয়েছে।

ড. বিকাশ চক্রবর্তী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon