ইমাম ড. সৈয়দ -এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা

ইমাম ড. সৈয়দ -এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা

ইমাম ড. সৈয়দ -এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা ১৯৮৯ খ্রিষ্টাব্দ: ১৩ই রবিউস সানি, ১৪১০ হিজরি: ২৯শে কার্তিক, ১৩৯৬ বঙ্গাব্দ, সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলের সন্নিকটে ১৫৪ আরামবাগে এক সম্ভ্রান্ত সুফি পরিবারে জন্মগ্রহণ করেন। ৩ বোন ও ৪ ভাইয়ের মধ্যে ইমাম ড. সৈয়দ এ. এফ, এম, মঞ্জুর-এ-খোদা সর্বকনিষ্ঠ। তাঁর সম্মানিত পিতা হলেন- মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেব্লাজান এবং মহীয়সী মাতা হলেন- আওলাদে রাসুল, কুতুবুল আকতাব, দূররে মাকনূন, খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা। তাঁর শ্রদ্ধেয় নানাজি হলেন- পীরানে পীর, দস্তগীর, সুলতানুল মাশায়েখ, সুলতানিয়া মোজাদ্দেদীয়া তরীকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) এবং শ্রদ্ধেয়া নানিজান হলেন- মহীয়সী রমণী হযরত সৈয়দা ছমিরুন্নেছা খানম (রহ.)। তাঁর নানার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামে অবস্থিত। তাঁর নানাজি ইমাম শাহ্ চন্দ্রপুরী (রহ.)-এর নামানুসারেই উক্ত গ্রামের নাম 'চন্দ্রপাড়া' হয়। তাঁর শ্রদ্ধেয় দাদা হুজুর হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামের স্বনামধন্য ব্যবসায়ী ও উচ্চস্তরের সুফি সাধক হযরত আলহাজ সৈয়দ আবদুর রশিদ সরকার (রহ.) এবং শ্রদ্ধেয়া দাদিজান হলেন- পুণ্যবতী রমণী হযরত সৈয়দা জোবেদা খাতুন (রহ.)। ইমাম ড. মঞ্জুর-এ-খোদার বংশতালিকা হতে জানা যায়, তাঁর পূর্বপুরুষগণ ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর মদিনা থেকে কাতার হয়ে বাংলাদেশে আগমন করেছিলেন। তাঁর সম্মানিত পিতা সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেব্লাজান হলেন হযরত রাসুল (সা.)-এর ২২তম বংশধর। আর তাঁর সম্মানিতা মাতা হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা হলেন হযরত রাসুল (সা.)-এর ২৩তম বংশধর।

ইমাম ড. সৈয়দ -এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon