মিজবাহুল জান্নাত তারিন

মিজবাহুল জান্নাত তারিন

জন্ম ২০০২, তেরোই জানুয়ারি, চট্টগ্রাম। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। ছোটবেলায় বাবার আনা বইগুলোতে হাত বুলোতে বুলোতে স্বপ্ন দেখতাম একদিন বাবার স্বায়ত্তশাসিত বইয়ের লেকে স্থান পাবে তার লেখিকা মেয়ের বইয়ের তাজমহল। অপরিপক্ব হাতে অগোছালো প্রাসাদ ছুঁতে ভীষণ অপারগ আমি। আমি ঠোঁটের কোণে চার্মিং হাসি মেখে যন্ত্রণা লেনাদেনার তৃষিত আর্টিস্ট। সমালোচনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিংবা আত্মসম্মানকে ডমিনেট করে সৃষ্টিকর্তা চাইলেই একদিন হয়তো তেজ কিনবো, বিক্রি করবো জেদ। যে সমাজ জাজমেন্টাল হয়ে মেন্টাল পিস খুন করে, উচ্ছৃঙ্খল চোখে আমি সে সমাজে মস্তিষ্কের ভাবনা এক্সচেঞ্জ করি। দুঃখের বিনোদনে ভবিষ্যত ডুবলে- নৈতিকতায় বরফ ফেলে মানুষের সাথে ইন্টেলেকচুয়াল আলোচনা আমার জ্বরের প্যারাসিটামল। হেরে যাওয়া বারান্দায় পথের দুঃখী মানুষদের জিততে দেখলে মনে কী যে ভীষণ আনন্দ খেলা করে! সেই আনন্দের রেশে আমার কবিতার শৌখিন ড্রয়ারে কানামাছি খেলে পাঠকদের যাপিত জীবন।

মিজবাহুল জান্নাত তারিন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon