মিজানুর রহমান সোহেল

মিজানুর রহমান সোহেল

মিজানুর রহমান সোহেল একজন পেশাদার লোখক, সাংবাদিক ও পিআর স্পেশালিস্ট। বর্তমানে তিনি দৈনিক ভোরের কাগজ অনলাইন বিভাগের প্রধান হিসাবে কর্মরত। এর আগে তিনি দৈনিক যুগান্তরের অনলাইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
দেশের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের ফ্ল্যাগশিপ সংগঠন 'অনলাইন এডিটরস অ্যালায়েন্স' এব সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সাংবাদিক সংগখানে তাঁর সদস্যপদ রয়েছে। 
বাংলাদেশের প্রথম হ্যাকিং বিষয়ক বই 'হ্যাকিং অ্যান্ড জ্যাকার', 'সফলতার ১০১টি উপায়' সহ আত্মাউন্নয়ন, ব্ল‍্যান্ডিং ও মার্কেটিং, ব্যবসা, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি নিয়ে তাঁর ২৬টি বই প্রকাশিত হয়েছে। 'বিক্রয় ম্যাজিক' লেখকের ২৭তম বই। 
সাংবাদিকতা দেশা ছাড়াও পিআর স্পেশালিস্ট হিসাবে সাফল্যের পরিচয় দিয়েছেন। তিনি দেশের শীর্ষ পাবলিক রিলেশনস এজেন্সি 'টাইমস পিজার' এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকতা।

মিজানুর রহমান সোহেল এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon