সাবিরুল ইসলাম সাদ

সাবিরুল ইসলাম সাদ

জন্ম: ৫ই নভেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দে যশোর জেলায়। বর্তমানে ঢাকায় বসবাসরত রয়েছেন।
পিতা: মোঃ সাজেদুল ইসলাম
মাতা: সাবিহা সুলতানা
এসএসসি পাশ করেন ২০২২ সালে এবং এইচএসসি পাশ করেন ২০২৪ সালে। শৈশবেই তার কবিতা লেখার হাতেখড়ি হয়। তার প্রথম কবিতা "শ্রাবণের বর্ষণ" কলেজজীবনে থাকাকালীন নটরডেম কলেজের ত্রৈমাসিক পত্রিকা "ঢাক-ঢোল" কর্তৃক প্রকাশিত হয় ২০২৩ সালে। বর্তমানে তিনি অনলাইন ওয়েব পোর্টাল "দৈনিক নাগরিক সাহিত্য" এর সাথে যুক্ত আছেন। যেখানে "অনিয়মের মিছিল" কবিতাটির মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ ঘটে ২০২৪ সালে। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ "আগন্তুক"।

সাবিরুল ইসলাম সাদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon